দখলদার ইসরাইলকে আল আকসার পবিত্রতা রক্ষার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছে তুরস্ক। বৃহস্পতিবার এতিম-অস্বচ্ছলদের সাথে ইফতার শেষে এমন আহ্বান জানান তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াদ উকতাই।
তিনি বলেন, ইসরাইলি বাহিনী এখন অধিকৃত ফিলিস্তিনে হামলা জোরদার করেছে। তাদের তৎপরতা বন্ধের জন্য এখনই প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া উচিৎ।
উকতাই বলেন, তারা আকসা প্রাঙ্গণে যে হামলা চালিয়েছে, তা খুবই দুঃখজনক। এটা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার শামিল।
তিনি আরো বলেন, এ হামলায় শত শত ফিলিস্তিনি আহত হয়েছে, যাদের মধ্যে ছোট ছোট শিশুরাও রয়েছে।
এ সময় তাদের এ হামলায় আকসার পবিত্রতা ক্ষুণ্ণ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তুর্কি ভাইস প্রেসিডেন্ট বলেন, আমরা বরাবরের মতোই ফিলিস্তিনের নির্যাতিত মুসলিমদের সাথে রয়েছি। তাদের অধিকার আদায়ের জন্য আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবে।
সূত্র : টিআরটি ওয়ার্ল্ড
Discussion about this post