গণভোটে প্রবাসীদের ভোট দেওয়ার বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) নীতিমালায় কোনো স্পষ্ট দিক–নির্দেশনা নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, “প্রবাসীদের ভোট দেওয়ার সব সিস্টেম বললেন তাহলে গণভোটে সে [প্রবাসী] কীভাবে ভোট দেবে? গণভোটের ব্যাপারে প্রবাসীদের ভোট তাদের তো ব্যালট আলাদা, সিস্টেম আলাদা। একই সিস্টেমে কীভাবে তারা ঢুকবে?”
আজ বুধবার (১৯ নভেম্বর) রাজধানী ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপে তিনি এ কথা বলেন।
প্রবাসীদের মধ্যে অনেকের এনআইডির জটিলতা থাকায় পাসপোর্ট দিয়ে ভোটার নিবন্ধনের সুযোগ দেওয়ার প্রস্তাব আবারও উত্থাপন করেছেন গোলাম পরওয়ার। তিনি বলেন, পাসপোর্ট একটা খুব গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। তাহলে অল্টারনেটিভ হিসেবে পাসপোর্টের মাধ্যমে সে এখানে ভোটার রেজিস্ট্রেশন করতে পারে কি না—এ বিষয়ে গতকালও প্রবাসী ভোটারদের অ্যাপ উদ্বোধনের সময় কোনো আলোচনা আসেনি।



























