চট্টগ্রামের হাটহাজারীতে ই-কমার্স ফোরামের উদ্যোক্তা তাসলিমা সুলতানা ও আসমা আকতারের যৌথ উদ্যোগে হাটহাজারীতে সালসাবিল কালেকশনের শো-রুম উদ্বোধন করা হয়েছে।
সোমবার (০৬ মার্চ) হাটহাজারী কনক কমিউনিটি সেন্টারের পাশ্ববর্তী হাদী চৌধুরী বাড়িতে সালসাবিল কালেকশনের শো-রুমের উদ্বোধন সম্পন্ন হয়।। এতে উপস্থিত ছিলেন, ডিইপি ও হেফ এর প্রতিষ্ঠাতা মুশফিকুর রহমান এবং রঞ্জন বিবেক।
উদ্বোধনকালে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী তাসলিমা সুলতানা জানান, ই-কর্মাস ব্যবসায় ২ বান্ধবীর পথচলা দুবছর ধরে। অনলাইনের গ্রাহক সংখ্যা বৃদ্ধি পাওয়াতে আমরা সরাসরি কাস্টমার কাছে পৌঁছে দেওয়ার জন্য শোরুমের উদ্বোধন করা। আমাদের এখানে কাপড়ের গুণগত মান বজায় রেখে স্বল্পমূল্যে আপনাদের সেবা দেওয়ার চেষ্টা করব।
শোরুমের মাধ্যমে নতুন নতুন উদ্যোক্তাদের অফলাইনে প্রশিক্ষণ মাধ্যমে উদ্যোক্তা বানাতে চাই যেন সমাজে নারীরাও পিছিয়ে না থাকে। এর সাথে আরো সমাজের বেকারত্ব কমিয়ে নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে চাই।
সকলে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ব্যবসাকে সামনে আরো এগিয়ে নিতে পারি।
উল্লেখ্য- হিজাব, জামদানী শাড়ি, খাদি পাঞ্জাবী, কুশি কাটার যাবতীয় পণ্য এবং বালাচাও পাওয়া যাবে এ শো-রুমে
Discussion about this post