জাসেদুল ইসলাম:আরব আমিরাতে সেভেন ব্রাদার্স গ্রুপ ও কোম্পানি নামের প্রতিষ্ঠান একের পর এক চ্যালেঞ্জ নিয়ে সফলতার সাথে এগিয়ে যাচ্ছে ১১টি ব্যবসা প্রতিষ্ঠান। সে ধারাবাহিকতা আরো দুইটি আল সিরাজ আল-মনির টুরিজ্যম ও সেভেন ব্রাদার্স নাটস প্রতিষ্ঠান উদ্বোধন হয়েছে।
সোমবার শারজাহ্ রোলায় ফিতা কেটে উদ্বোধন করেন বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন।
কনসাল জেনারেল বলেন, দুবাই উত্তর আমিরাতে শারজাহ্ বাংলাদেশিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় রোলা বাজার। বাংলাদেশি প্রবাসীরা দীর্ঘদিন ধরে ব্যবসা বাণিজ্যে সফলতার সাথে কিছু সেক্টরে পরিচালনা করছে। তাঁর মধ্যে অন্যতম হচ্ছে ফ্রুটস ও নাটস চকলেট এর ব্যবসায়। সেভেন ব্রাদার্স গ্রুপ অব কোম্পানির ১২ ও ১৩তম দোকান সেভেন ব্রাদার্স নামের সাথে অত্যন্ত গুরুত্ববহণ করে। এই প্রতিষ্ঠানের মালিক একজন বাণিজ্যিক ও গুরুত্বপূর্ণ সিআইপি। তাঁরা সাত ভাইয়ের সফলতা কামনা করে বলেন এ ব্যবসার মধ্যে দিয়ে বাংলাদেশের অর্থনীতি বৈধভাবে দেশে রেমিট্যান্স পাঠিয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে প্রত্যাশা করেন তিনি।
এসময় আরো উপস্থিত ছিলেন, কমার্শিয়ার কাউন্সেলর কামরুল হাসান,বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী বাবুল, ওসমান গণি, সাত ভাই গ্রুপ কোম্পানি চেয়ারম্যান সিআইপি আনিস উদ্দিন, শাহাবুদ্দীন, নাজিম উদ্দীন,করিম উদ্দীন, জিয়া উদ্দীন, মফিজ উদ্দীনসহ স্থানীয় ব্যবসায়ি ও কর্মচারি বৃন্দ।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ আনিস উদ্দিন নিজ হাতে গড়ে তুলেছেন স্বনামধন্য বেশকিছু প্রতিষ্ঠান। ব্যবসা-বাণিজ্যে অনন্য অবদানের জন্য পেয়েছেন বিভিন্ন স্বীকৃতি। দেশে রেমিট্যান্স পাঠিয়ে অর্জন করেছেন সিআইপি।
তিনি বলেন,আমিরাতে দীর্ঘদিন আমরা সাত ভাই যৌথভাবে ব্যবসা করে আসছি। আমার ১৩তম প্রতিষ্ঠান উদ্বোধন করেছি। আমার লক্ষ্য সামনে এগিয়ে যাওয়ার। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করি, আমরা যারা বৈধপথে সরকারকে ট্যাক্স দিয়ে দেশে অর্থ পাঠিয়ে রেমিট্যান্সের চাকা ধাবমান রেখেছি,তাদেঁরকে যোগ্য সম্মান দেওয়ার জন্য। আশা করছি এ সম্মান আমার চলার পথ আরও মসৃন করবে। দেশের অর্থনীতিতে যাতে আমরা আরও অবদান রাখতে পারি, সেই দোয়া চাই সবার কাছে।
Discussion about this post