ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এক অভিবাসন কর্মকর্তা বাংলাদেশের কোনো ছেলেকে বিয়ে করার পরামর্শ দিয়েছেন বলে অভিযোগ করেছেন প্রিয়াঙ্কা বসু নামের ভারতীয় এক নারী। সেই সঙ্গে তাকে উপযুক্ত পাত্রও খুঁজে দিতে চেয়েছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় টুইটারে এ অভিযোগ করেছেন প্রিয়াঙ্কা। ইতোমধ্যে তার টুইটটি ছড়িয়ে পড়েছে। ইন্ডিয়া টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
গত ৫ জানুয়ারি টুইট বার্তায় প্রিয়াঙ্কা জানান, আমার নিজের, মা-বাবার তথ্য, আমি বিবাহিত কি না এবং আমার পেশা কী—এসব সম্পর্কে খোঁজখবর নিয়েছেন ঢাকা বিমানবন্দরের অভিবাসন কর্মকর্তা। পরে আমাকে বাংলাদেশের কোনো ছেলেকে বিয়ে করার পরামর্শ দিয়েছেন তিনি।
ভারতীয় নারী আরও বলেন, বিয়ে করে আমাকে ঢাকায় স্থায়ী হওয়ার পরামর্শ দিয়েছেন অভিভাবসন কর্মকর্তা। আমার স্থানীয় মোবাইল ফোন নম্বরটিও নিয়ে রেখেছেন তিনি। আর বলেছেন, উপযুক্ত কাউকে পেলে আমার সঙ্গে যোগাযোগ করবেন উনি।
অনেক টুইটার ব্যবহারকারী এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন মজা করে মন্তব্য করেছেন, ভালো কাউকে পেলে আমাকেও জানাবেন।
আরেকজন লিখেছেন, এটাও অভিবাসন কর্মকর্তাদের কাজ আগে তা জানা ছিল না।
অপর এক ব্যবহারকারী বলেছেন, এই অভিবাসন কর্মকর্তার বক্তব্য ম্যারেজ ব্যুরোর মতো। পশ্চিমা বিশ্ব একে ডেটিং সার্ভিস বলে। আমার আশা, শিগগির তিনি আপনাকে একটা প্রস্তাব দেবেন। যেটা আপনি প্রত্যাখ্যান করতে পারবেন না।
অন্যজন টুইটটিকে সকাল থেকে পড়া নিজের সবচেয়ে মজার বিষয় বলে উল্লেখ করেছেন।
প্রিয়াঙ্কা বসু পেশায় একজন চিকিৎসক। বর্তমানে তিনি লন্ডনে থাকেন। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে প্রিয়াঙ্কা লন্ডনের কিংস কলেজে যোগ দেন।
Discussion about this post