এম ওমর ফারুক আজাদ: আগামি ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে বসবাসরত চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুরের প্রবাসীদের সামাজিক জনকল্যাণমূলক সংগঠন “ভূজপুর প্রবাসী যুব কল্যাণ পরিষদ” এর ত্রি-বার্ষিক সম্মেলন। ২০১৮ সালে প্রতিষ্ঠিত সংগঠনটির প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়েছিলো ২০২০ সালে।
এবারের নির্বাচনে দুইজন সাধারণ সম্পাদক পদে ও দুইজন সভাপতি পদে তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। সাত সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন যাচাই বাচাইয়ের মাধ্যমে গতকাল ২৭ নভেম্বর সকল প্রার্থীদের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেন। দৈনিক ফটিকছড়ি প্রতিদিনকে এ তথ্য জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার রেজাউল করিম।
নির্বাচনে প্রায় ৪০০ ভোটার ওয়াটসএ্যাপে গোপন মেসেজের মাধ্যমে সমর্থন দিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করবেন। সভাপতি পদে মোহাম্মদ নাসির উদ্দীন ও মোহাম্মদ জহির চৌধুরী এবং
সাধারণ সম্পাদক পদে মাওলানা মুহিব্বুল্লাহ আমীনী ও মোহাম্মদ আবু বকর প্রতিদ্বন্ধিতা করছেন।
এ দিকে নির্বাচনকে উপলক্ষ করে প্রার্থীগণ বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে অনলাইনে ও সরাসরি প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এছাড়াও তাদের সমর্থকদের মধ্যে একটা নির্বাচনী আমেজ লক্ষ্য করা যাচ্ছে।
Discussion about this post