যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় প্রায় ২০ হাজার ধর্মপ্রাণ প্রবাসী মুসলমানদের অংশগ্রহণে শেষ হয়েছে তিন দিনব্যাপী ‘মানবতার জন্য কোরআনের নির্দেশিকা’ শীর্ষক মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা (মুনা)-র ষষ্ঠ সম্মেলন।
তিনদিনের এ সম্মেলনে পরপর দুইদিন ইসলামী চিন্তাবিদ ও মাওলানা ড. মিজানুর রহমান আজহারী অংশ নেন। শনিবার (১৯ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যায় সম্মেলনের আলোচনায় তিনি বক্তব্য দেন।
তিনি বলেন, ‘আল কোরআন হচ্ছে আল্লাহর শিফা (আরোগ্য ও নিরাময়)। কোরআন হচ্ছে একটি কালজয়ী অলৌকিক ঘটনা। মহান আল্লাহর যেমন লয় নাই ক্ষয় নাই, তেমনি কোরআনেরও কোনো লয় নাই ক্ষয় নাই।’
সম্মেলনে প্রায় ২০ হাজার ধর্মপ্রাণ মুসলমান অংশ নিয়েছেন বলে মুনা কর্তৃপক্ষ জানিয়েছে। সম্মেলনের আয়োজকরা জানান, ড. মিজানুর রহমান আজহারী এই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা এবং মুনা সম্মেলনে অংশ নিলেন।
সম্মেলনে ইসলামি চর্চা ও আলোচনা ছাড়াও ছিল সেমিনার, ছোটদের অনুষ্ঠান, মহিলাদের জন্য আলাদা অনুষ্ঠান, বাচ্চাদের খেলাধুলা, কালচারাল প্রোগ্রাম ও ইয়ুথ প্রোগ্রাম। চারটি মহাদেশ থেকে ইসলামিক বিদ্বানরা উক্ত সম্মেলনে যোগ দেন।
মুনা কনভেনশনের চেয়ারম্যান আরমান চৌধুরী সিপিএ ও আনিসুর রহমানের যৌথ সঞ্চালনায় শনিবারের আলোচনায় অংশ নেন ড. ওমর সুলাইমান, ড. আলতাফ হোসেন, হারুণ রশিদ ও সাইখ আব্দুল নাসির জাগদা।
Discussion about this post