ইশতিয়াক আসিফ, আরব আমিরাতের বাণিজ্যিক শহর দুবাই আবির ভেজিটেবল মার্কেটে কে বি এন রেস্টুরেন্টের যাত্রা শুরু করেছে। প্রতিষ্ঠানের কর্ণধার আলহাজ্ব ইয়াকুব সৈনিকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমার্শিয়াল কাউন্সিলর মোহাম্মদ কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম সচিব ফকির মনোয়ার হোসেন।
আর উপস্হিত ছিলেন বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী বাবুল,বাংলাদেশ সমিতি দুবাই’র সদস্য সচিব নাছের রেজা খান, বাংলাদেশ কমিউনিটির মাজহারুল্লা মিয়া, আবির বাংলাদেশ বিজনেস এসোসিয়েশনের প্রেসিডেন্ট জুলফিকার ওসমান, সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম।
কাজী মোহাম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আজমান বিজনেস ফোরাম সভাপতি মোহাম্মদ কামাল হোসাইন, ব্যবসায়ী মোঃ ইব্রাহিম, মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ এনাম হোসেন, মোহাম্মদ তারেকুল ইসলাম চৌধুরী প্রমূখ। পবিত্র কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিলের পর বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দ, কনস্যুলেট কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীদের নিয়ে আলোচনা অনুষ্ঠানের আয়োজন ছিল ।
অনুষ্ঠানে বক্তারা বলেন করোনার সংকট কমে আসার পর হাজার হাজার প্রবাসী বাংলাদেশী কর্মসংস্থানের সঙ্কট মেটানোর লক্ষ্যে ছোট বড় বিনিয়োগে আগ্রহী হয়ে উঠেছেন। এরই মধ্যে অসংখ্য প্রবাসী বাংলাদেশী গোসারি শপ ও রেস্টুরেন্ট ব্যবসায় ব্যাপক বিনিয়োগ করেছেন। যা বাংলাদেশী প্রবাসীদের জন্য একটি ইতিবাচক দিক। এছাড়াও বক্তারা আরো বলেন উক্ত প্রতিষ্টানের চেয়ারম্যান এয়াকুব সৈনিক কেবল একজন প্রতিষ্টিত ব্যাবসায়ী নয়। সেই সাথে তিনি একজন মানবতার ফেরিওয়ালা করোনা কালীন সময়ে তিনি প্রবাসীদের জন্যে সহযোগীতার হাত বাড়ীয়ে দিয়েছিলেন
প্রতিষ্ঠানের কর্ণধার আলহাজ্ব ইয়াকুব সৈনিক বলেন আমার চেইন রেস্টুরেন্ট ব্যবসায় এটা হচ্ছে তৃতীয় প্রতিষ্ঠান। আরো বেশ কয়েকটি অভিজাত রেস্টুরেন্ট খোলার জন্য কাজ চালিয়ে যাচ্ছি। তিনি তার এই অগ্রযাত্রায় সকল প্রবাসী বাংলাদেশীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সাথী হওয়ার আহ্বান জানান।
দুবাই’র বিখ্যাত আবির ভেজিটেবিল মার্কেটের কে বি এন রেস্টুরেন্টটি আবির পুলিশ স্টেশন এবং মিউনিসিফিয়্যালিটির বিপরীত পাশে অবস্হিত।
Discussion about this post