জাসেদুল ইসলাম: ইয়ুথ বাংলা কালচারাল ফোরামের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ইঞ্জিনিয়ার আহমেদ ইখতিয়ার আলম পাভেলকে সভাপতি ও শিকদার শাফায়েত উল্লাহকে সাধারণ সম্পাদক করে ৬৮ জন নির্বাহী সদস্য এবং ১৫ ক্ষুদে শিল্পীর সমন্বয়ে গঠন করা হয় নতুন কমিটি।
শনিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে চূড়ান্ত কমিটি ঘোষণা করেন সংশ্লিষ্টরা।
কমিটিতে অন্যান্যের মধ্যে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হন কাজী জাবিনা আফরোজা শ্বেতা, ইঞ্জিনিয়ার বুশরা আনোয়ার, প্রবীন শিল্পী জসিম উদ্দিন পলাশ ও যন্ত্রশিল্পী অজিত কুমার রায়। সাংগঠনিক সম্পাদক পদে আব্দুর রহমান রোমান, ইভেন্ট ম্যানেজম্যান্ট সম্পাদক নওজীন ইসলাম স্বর্না ও ও সাংস্কৃতিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন বঙ্গ শিমুল। সভাপতি আহমেদ ইখতিয়ার আলম পাভেল জানান, প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ও উপদেষ্টা শেখ ফরিদ আহমেদ সিআইপি .
উপদেষ্টামণ্ডলীর সুপরামর্শে ও সকল সদস্যের উপস্থিতিতে আলোচনা এবং নির্বাচনের ভিত্তিতে এই কমিটি গঠন করা হয়। কমিটির মেয়াদকাল ২০২৫ সালের জুলাই পর্যন্ত থাকবে।
নতুন কমিটির চার সদস্য বিশিষ্ট উপদেষ্টামণ্ডলীতে রয়েছেন- শেখ ফরিদ আহমেদ, আব্দুল আলিম, ইসমাইল গনি চৌধুরী ও সেলিম উদ্দিন চৌধুরী।
আমিরাতের বুকে বাংলা ভাষা ও সংস্কৃতির সুষ্ঠু বিকাশে নতুন কমিটি প্রতিষ্ঠানের পূর্বের সুনাম অক্ষুন্ন রেখে আরও বিপুল উদ্যমে কাজ করবে বলে নবনির্বাচিত সকল সদস্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
Discussion about this post