সেলিব্রেটিবিডি:
ভারতের টেলিভিশন অভিনেত্রী সুচেতা চক্রবর্তী মারা গেছেন। দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগার পর বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। টেলিভিশনের পরিচিত মুখ ছিলেন সুচেতা বেশ কিছু ছবিতেও অভিনয় করেন।
জনপ্রিয় ধারাবাহিক ‘আঁচল’-এ সুচেতার সঙ্গে অভিনয় করেছিলেন শর্বরী মুখোপাধ্যায়। সুচেতার মৃত্যুর সংবাদ শুনে তিনি বলেন, ‘খবরটা শুনে আমি বিশ্বাস করতে পারিনি। ওকে কখনও মন খারাপ করতে দেখিনি। বন্ধুকে হারালাম।’
অভিনয়ের পাশাপাশি নাচ ছিল সুচেতার অন্যতম প্রিয় বিনোদন। তিনি নাচ শেখাতেনও। ‘জড়োয়ার ঝুমকো’, ‘বেনেবউ’-এর মতো ধারাবাহিকে সুচেতার অভিনয় দর্শকদের পছন্দের তালিকায় ছিল। তবে অসুস্থতার কারণে গত কয়েক মাস শুটিং ফ্লোরে যেতে পারেননি সুচেতা। চিকিৎসাধীন ছিলেন। সুচেতার প্রয়াণে শোকের ছায়া শিল্পী মহলে।
সেলিব্রেটিবিডি /এনজেটি
Discussion about this post