মক্কার গ্র্যান্ড মসজিদে একের পর এক আধুনিক প্রযুক্তির নতুন নতুন সেবা যুক্ত হচ্ছে। সেই ধারাবাহিকতায় এবার যুক্ত হলো তেলাওয়াত ও আজান শোনার রোবট। হারামাইন জেনারেল প্রেসিডেন্সির প্রধান ও মসজিদের প্রধান ইমাম শায়খ আবদুর রহমান আল সুদাইস আনুষ্ঠানিকভাবে রোবটটির উদ্বোধন করেন।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) ডিজিটাল ট্রান্সফরর্মেশনের অংশ হিসেবে রোবটে তেলাওয়াত শোনার কার্যক্রমটি উদ্বোধন করা হয়।
ডিজিটাল এই রোবট সংযোজন গ্র্যান্ড মসজিদের মুসল্লিদের সর্বোচ্চ সেবা নিশ্চিতের একটি অংশ। আগে থেকেই রোবটের সাহায্যে জমজমের পানি বিতরণ ও প্রয়োজনীয় প্রশ্নোত্তর সেবা দেয়া হচ্ছিল। এ পর্যায়ে পবিত্র কুরআন তেলাওয়াত, খুতবা ও আজান শুনতে রোবট চালু করা হলো।
সূত্র জানায়, রোবটের মাধ্যমে মসজিদুল হারামে ইমাম ও মুয়াজ্জিনদের তেলাওয়াত ও আজান শুনতে পাবেন মুসল্লিরা। রোবটটি দুইভাবে সেবা দেবে। এক. ব্যবহারকারী চাইলে স্ক্রিনে যেকোনো বিষয়ের বারকোড বের করে ব্যক্তিগত মোবাইলে তা ধারণ করতে পারবে। দুই. ভয়েসের মাধ্যমে ইমাম-মুয়াজ্জিনদের সম্পর্কে সরাসরি গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। এছাড়াও ইমামদের সাপ্তাহিক রুটিন ও জুমা বিষয়ক বিভিন্ন তথ্যও পাওয়া যাবে তাতে।
এর আগে কোভিড-১৯ মহামারী সংক্রমণ রোধে অত্যাধুনিক রোবটের মাধ্যমে জমজম পানি বিতরণ শুরু করা হয়। তাছাড়া পবিত্র মসজিদুল হারামকে জীবাণুমুক্ত রাখতে ১০টি অত্যাধুনিক রোবট চালু করা হয়, যা একাধারে পাঁচ-আট ঘণ্টা জীবাণুমুক্ত রাখার কাজ করবে। পাশাপাশি অত্যাধুনিক রোবটের মাধ্যমে মুসল্লিদের ওমরাহ ও ইসলাম বিষয়ক জিজ্ঞাসার জবাবসহ ইসলামী পণ্ডিতদের সাথে কথা বলার স্বয়ংক্রিয় ব্যবস্থা করা হয়।
সূত্র : হারামাইন ওয়েবসাইট ও আলমুওয়াতিন
Discussion about this post