সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তাদের রাষ্ট্রদূত সাইফ মোহাম্মদ আল জাবি শিগগিরই ইরানে ফিরছেন। তেহরানের সাথে সম্পর্ক ছিন্ন করার ছয় বছর পর আবার তা জোড়া লাগছে। রোববার এই ঘোষণা দেয়া হয় আমিরাতের পক্ষ থেকে।
আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘দুই দেশ এবং বৃহত্তর আঞ্চলিক স্বার্থে’ ইরানের সাথে সম্পর্ক জোরদার করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
২০১৬ সালে সৌদি আরব প্রখ্যাত শিয়া আলেম নিমর আল-নিমরের ফাঁসি কার্যকর করার পর ইরানি বিক্ষোভকারীরা ইরানে দেশটির কূটনৈতিক মিশনে বলপূর্বক ঢুকে পড়ার পর তেহরানের সাথে সম্পর্ক ছিন্ন করে সংযুক্ত আরব আমিরাত।
গত সপ্তাহে আমিরাতি ও ইরানি পররাষ্ট্রমন্ত্রীরা টেলিফোনে আলাপ করেন। তারা সম্পর্ক জোরদার করার জন্য আলোচনা করেন বলে আমিরাতের রাষ্ট্রীয় মিডিয়ার খবরে বলা হয়। এসময় তেহরানে রাষ্ট্রদূত ফিরিয়ে দেয়া নিয়েও দুই মন্ত্রী আলোচনা করেন।
গত বছর সৌদি আরবও ইরানের সাথে সম্পর্ক জোরদার করার উদ্যোগ গ্রহণ করে।
রিয়াদ ও আবু ধাবি যদিও এই অঞ্চলে তেহরানের অবস্থানের সমাপ্তি কামনা করে, কিন্তু তবুও তারা অর্থনীতিকে অগ্রাধিকার দিতে সম্পর্ক বজায় রাখার পক্ষে।
আরেক উপসাগরীয় দেশ কুয়েতও ২০১৬ সালের পর চলতি মাসেই ইরানে প্রথম রাষ্ট্রদূত নিয়োগ করেছে।
সূত্র : আলজাজিরা
Discussion about this post