ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের কাছে এলোপাতাড়ি গুলি চালিয়েছে দেশটির এক পুলিশ সদস্য।
শুক্রবার দুপুরে পার্ক সার্কাস সাত মাথার মোড়ের বেকবাগানে হঠাৎ এক পুলিশ সদস্য গুলি চালাতে শুরু করেন। এতে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন এক নারী। পরে আত্মহত্যা করেছেন তিনি নিজেও।
জানা গেছে, পুলিশের ওই নিরাপত্তাকর্মী বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের আউট পোস্টে কাজে এসেছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই পুলিশকর্মী মানসিক ভারসাম্য হারিয়ে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করেন। ১০ থেকে ১৫ রাউন্ড গুলি চালান তিনি। তার পর গলার কাছে গুলি করে নিজেও আত্মহত্যা করেন। নিরাপত্তারক্ষীর ছোড়া গুলি গিয়ে লাগে এক নারীর গায়ে। তিনিও ঘটনাস্থলেই মারা যান।
তবে এখনো পুলিশ সূত্র সে খবর স্বীকার করেনি। ঘটনাস্থলের বিভিন্ন গাড়ির গায়ে বেশ কয়েকটি গুলির চিহ্ন রয়েছে।
সূত্র: আনন্দবাজার, ইন্ডিয়ান এক্সপ্রেস
Discussion about this post