১৪৪৩ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আগামীকাল শনিবার বাদ মাগরিব বৈঠকে বসছে ইসলামিক ফাউন্ডেশন। বৈঠকে মূলত রমজান শুরু হচ্ছে আগামী রোববার নাকি সোমবার, এই সিদ্ধান্ত জানাবে জাতীয় চাঁদ দেখা কমিটি। বায়তুল মুকাররম সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান।
ইসলামিক ফাউণ্ডেশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করে।
Discussion about this post