মুহাম্মাদ শোয়াইব
করোনা জটিলতার কারণে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে সফরের ওপর বিদ্যমান বিধিনিষেধ গুলোকে শিথিল করা হয়েছে। এক বিবৃতিতে দেশটির সংস্কৃতি ও পর্যটন বিভাগ উল্লেখ করেছে, দেশটির করোনা সংক্রমনের হার কমে যাওয়ায় এবং সবগুলো সূচক ইতিবাচক হওয়ায় তারা সফরের জটিলতা ও বিধি-নিষেধকে শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে।
এরই অংশ হিসেবে সবুজ তালিকা ব্যবস্থা বাতিল করার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি ভ্যাকসিন প্রাপ্ত যাত্রীদেরকে করোনা টেস্ট থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাদের জন্য শুধু করোনা ভ্যাকসিন গ্রহণ করার সার্টিফিকেট উপস্থাপন করাই যথেষ্ট।
যে সব যাত্রী টিকা গ্রহণ করতে পারেননি তাদেরকে আবুধাবিতে সফরের 48 ঘণ্টা আগে করা করোনা টেস্ট এর ফলাফল নেগেটিভ দেখাতে হবে। অথবা অথবা গত 30 দিনের মধ্যে করোনা থেকে থেকে সুস্থতা লাভ করেছেন বলে সার্টিফিকেট দেখাতে হবে। আর 12 বছরের কম বয়সী শিশুদেরকে টেস্ট থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
অন্যদিকে ভ্যাকসিন প্রাপ্ত যাত্রী ও যারা ভ্যাকসিন গ্রহণ করতে পারেনি তাদের কারও জন্যই আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পর করোনা টেস্ট বাধ্যতামূলক থাকল না। বরং সে ক্ষেত্রে 40 দেরহামের বিনিময় করোনা টেস্ট করে নেওয়ার জন্য কর্তৃপক্ষ উৎসাহিত করছে। এতে আলহুসন অ্যাপস এর আওতাধীন আসা যাবে এবং বিভিন্ন আকর্ষণীয় পর্যটন কেন্দ্র, শপিংমল ও হোটেল-রেস্তোরাঁয় প্রবেশ করা সহজ হবে।
আল-হোসন অ্যাপ্লিকেশনে সবুজ ট্র্যাফিকের অবস্থা বজায় রাখার জন্য, টিকাদানকারীদের যারা সম্পূর্ণ ভ্যাকসিন ডোজ গ্রহণ করেছে তাদের অবশ্যই প্রতি 14 দিনে একটি করোনা টেস্ট করতে হবে। সরকারিভাবে ঠিক আছে গববতি প্রাপ্তদেরকে অবশ্যই সাত দিন অন্তর অন্তর একটি করে পরীক্ষা করতে হবে। , এবং এসব পরীক্ষা সংযুক্ত আরব আমিরাতের মধ্যেই হতে হবে। 16 বছরের কম বয়সী শিশুদের স্বয়ংক্রিয়ভাবে গ্রীন পাস স্ট্যাটাস দেওয়া হয়। টিকা দেওয়া দর্শকদের বুস্টার (তৃতীয়) টিকার ডোজ প্রয়োজন হবে না।
বিভিন্ন ইভেন্ট, প্রদর্শনী, ক্রিয়াকলাপ এবং সাংস্কৃতিক, সামাজিক এবং শৈল্পিক ইভেন্টগুলিতে অংশ গ্রহণ করতে আল হোসেন অ্যাপস এর আওতায় থাকতে হবে। অথবা 96 ঘণ্টার মধ্যে করা করোনা টেস্টের ফলাফল নেগেটিভ দেখাতে হবে।
সূত্র: আল বায়ান
Discussion about this post