মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন,
বাংলাদেশের ৫০তম মহান বিজয় দিবস উপলক্ষে আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসে সাপ্তাহিক ছুটিসহ তিনদিনের বন্ধ ঘোষণা করা হয়েছে।
বুধবার (১৫ ডিসেম্বর) আমিরাতে নিযুক্ত বাংলাদেশ সরকারের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর ও বাংলাদেশ কনস্যুলেট দুবাইয়ের প্রথম সচিব (শ্রম) ফকির মুহাম্মদ মনোয়ার হোসেন ঢাকা পোস্টকে এ তথ্য জানান।
এদিকে রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর ঢাকা পোস্টকে বলেন, এদিন সকাল ৭টা থেকে ৮টার মধ্যে মহান বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিতব্য আয়োজন সমাপ্ত করা হবে। এ আয়োজনে সকলের জন্য উন্মুক্ত থাকবে দূতাবাস।
কনস্যুলেটের প্রথম সচিব (শ্রম) ফকির মুহাম্মদ মনোয়ার হোসেন ঢাকা পোস্টকে বলেন, বিজয় দিবস উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার একদিনের ছুটি ঘোষণা করা হয়। এ দেশের সরকারি ছুটি শুক্রবার-শনিবার হওয়ায় মোট তিনদিন বন্ধ থাকবে কনস্যুলেট জেনারেল।
তবে এদিন ছুটি থাকা অবস্থায় কনস্যুলেটের জরুরি সেবা কার্যক্রম চলবে বলেও জানান তিনি।
Discussion about this post