মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন,
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সব কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে দূতাবাসের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তারা গভীর শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করেন। এতে সভাপতিত্ব করেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশ সরকারের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর। সভায় দিবসটি উপলক্ষে দেওয়া রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়।
স্মরণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যার অবিসংবাদিত নেতৃত্বে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। স্মরণ করা হয় মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদ, নির্যাতিত দুই লক্ষাধিক মা-বোনদের যাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি।
আয়োজিত এ আলোচনা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তাসহ বাংলাদেশি কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Discussion about this post