দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আগামী সোমবার সারা দেশের জেলা ও মহানগরে সমাবেশ করবে বিএনপি। শনিবার নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত গণঅনশনে এ ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে আমাদের মুক্ত করতে হবে। এর জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আমরা। তাই আসুন আজকে আমরা দুই হাত তুলে শপথ গ্রহণ করি- বেগম জিয়ার মুক্তি এবং বিদেশে সুচিকিৎসার দাবি আদায় না করা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না। আগামী ২২শে নভেম্বর বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে সুচিকিৎসার ব্যবস্থা এবং তার মুক্তির দাবিতে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে এবং জেলা, মহানগর ও উপজেলাতে সমাবেশ অনুষ্ঠিত হবে। আর দাবি আদায় না হলে সামনে আবারও নতুন কর্মসূচি ঘোষণা করবো।
মির্জা ফখরুল বলেন, এই অবৈধ সরকার বেগম জিয়াকে অন্যায়ভাবে কারাগারে আটকে রেখেছে। তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান করছেন। আমরা দেশে এবং বিদেশের ডাক্তারদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে বলেছেন, এদেশে বেগম জিয়ার চিকিৎসা দেয়া হয়েছে।
Discussion about this post