মুহাম্মাদ শোয়াইব
ব্রিটিশ অর্থনৈতিক গবেষণাপ্রতিষ্ঠান অক্সফোর্ড ইকোনোমিক্স বলেছে, সংযুক্ত আরব আমিরাত মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় বিদেশি বিনিয়োগ আকর্ষণে আকর্ষণীয় গন্তব্য হিসেবে তার অবস্থান ধরে রেখেছে। প্রতিষ্ঠানটি গতকালকে একটি প্রতিবেদন প্রকাশ করে। যার শিরোনাম ছিল “মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় আরব আমিরাত এবং কাতারের বিদেশি বিনিয়োগ আকর্ষণে সর্বোচ্চ স্থান ধরে রাখা”।
প্রতিবেদনটি আরো বলছে, সংযুক্ত আরব আমিরাতের ব্যবসার অনুকূল পরিবেশ ও অবকাঠামোগত গুণমান দেশটিকে এই অঞ্চলে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ আকর্ষণে এই অঞ্চলে নেতৃত্বের আসন ধরে রাখতে সহযোগিতা করছে। সংযুক্ত আরব আমিরাতের বিদেশি বিনিয়োগ আকর্ষণ করার ক্ষেত্রে তাদের অবকাঠামো সিঙ্গাপুরের সমান বিশ্বসেরা।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত এবং কাতার ঐতিহ্যগতভাবেই বিদেশি বিনিয়োগের উপর জোর দেয়। বিদেশি বিনিয়োগ আকর্ষণে ক্ষমতা বৃদ্ধির জন্য গুরুত্বের সঙ্গে কাজ করে। এ দুটি দেশ এই অঞ্চলে এ বিষয়ে নেতৃত্বের স্থান বজায় রাখতে সক্ষম হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে এই অঞ্চলের দেশগুলোর সাধারণভাবে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য সক্ষমতা বৃদ্ধিতে কাজ করে চলেছে। তবে উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্যগুলো এই ক্ষেত্রে তাদের অর্থনীতিতে বৈচিত্র্য আনার জন্য এবং হাইড্রোকার্বন রপ্তানি আয় এর উপর নির্ভরতা হ্রাস করার পরিকল্পনার প্রেক্ষিতে এই প্রচেষ্টায় এগিয়ে রয়েছে।
সূত্র: দুবাইভিত্তিক প্রভাবশালী পত্রিকা আল বায়ান





















