আরব আমিরাতের বানিজ্যিক রাজধানী দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় মুহাম্মদ ইমতিয়াজ উদ্দীন ফরহাদ (২৮) নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার (৪ নভেম্বর) রাস্তা পারাপার করার সময় দ্রুতগামী একটি গাড়ির নিচে চাপা পড়ে এ দুর্ঘটনা ঘটে।
আমিরাতে অবস্থানরত নিহতের প্রতিবেশী প্রবাসী মুহাম্মদ নুর উদ্দীন মিজান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার (০৪ নভেম্বর) দুবাই ড্রাগন মার্ট চায়না মার্কেট ২ এর সামনে সড়ক পার হতে গেলে দ্রুতগামী একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান ।
আগামী মাসে বাড়ি ফিরে বিয়ে করার কথা ছিল ফরহাদের। মাকে বলেছিলেন মেয়ে দেখতে। আত্মীয়-স্বজনরাও কয়েকটি মেয়ের খোঁজ নিয়ে রেখেছিলেন। নিয়তির নির্মমতায় ফরহাদের আর বিয়ে করা হলো না।
নিহত মুহাম্মদ ইমতিয়াজ উদ্দীন ফরহাদ ২০১১ সালে দুবাই আল-আবির আসেন। ইন্টারন্যাশনাল সিটির ইতালী ইউ ইলেভেন বিল্ডিং এ থাকতেন। গত মাস পর্যন্ত চায়না মার্কেটে চাকরি করলেও বর্তমানে ড্রাগন মার্টের সম্রাট ফুডস্টাফ ট্রেডিং-এ কর্মরত ছিলেন তিনি।
নিহত ফরহাদ চট্টগ্রামের রাউজানের ৪নং গহিরা ইউনিয়নের দৌলত কাজী বাড়ির মুহাম্মদ কামাল উদ্দীনের ছেলে। দুই ভাই, দুই বোনের মধ্যে তিনি তৃতীয় নম্বার। নিহতের লাশ দুবাই সোনাপুর মেডিকেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
Discussion about this post