প্রধানমন্ত্রী বলেন, চন্দ্রিমা উদ্যানের কবরে কি জিয়াউর রহমানের লাশ আছে? কেউ কি জিয়াউর রহমানের লাশ দেখেছে? চন্দ্রিমা উদ্যানের কবরে যে জিয়াউর রহমানের লাশ নেই সেটা খালেদা জিয়াও জানেন।
আজ বৃহস্পতিবার (২৬ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে এমন মন্তব্য করেন তিনি। সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমান সরাসরি মুক্তিযুদ্ধ করেছেন তার কোনো প্রমাণ নেই। তিনি খুনি মোশতাকের মূলশক্তি ছিলেন। তিনি দেশের স্বাধীনতা ও অস্তিত্বে কখনও বিশ্বাস করতেন না। তাকে ধরে এনে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র পাঠ করানো হয়। জিয়াউর রহমান কোথায়, কোন গ্রাউন্ডে যুদ্ধ করেছেন তার কিন্তু কোনো ইতিহাস নাই।
তিনি আরো উল্লেখ করেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেওয়ার পরও জিয়াউর রহমান পাকিস্তানি বাহিনীর সদস্য হিসেবে কাজ করেছেন।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, ৭৫ পরবর্তী সময়ে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা হয়েছে। শুধু বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেই ক্ষান্ত হয়নি ষড়যন্ত্রকারীরা। বাংলাদেশে আসার পর তাকেও বারবার হত্যার চেষ্টা করা হয়েছে। ষড়যন্ত্র এখনও চলছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, এদেশের মানুষ আর আওয়ামী লীগের নেতা কর্মীরাই আমার পরিবার। আমার নিজের জন্য কোনো আকাঙ্ক্ষা নেই। দেশের মানুষকে উন্নত ও সমৃদ্ধ জীবন দেয়াই আমার উদ্দেশ্য।
Discussion about this post