বড় অসময়ে না ফেরার দেশে চলে গেলেন শারজাহ প্রবাসী মির্জা হাসনাত হিরু। তিনি বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকাল ৩টায় চট্টগ্রাম জেলার রাউজানের লেলাংগারার মির্জা আলী বাড়ির নিজ বাসভবনে ইন্তেকাল করেন।
বিগত এক বছর ধরে লিভারের জটিলতায় চিকিৎসাধীন ছিলেন। এর আগে তিনি দীর্ঘদিন ধরে আমিরাতের শারজাহর একটি কোম্পানিতে কাজ করতেন এবং পরিবার নিয়ে শারজায় ছিলেন। তার একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।
মির্জা হাসানত হিরু জনতা ব্যাংকের সাবেক ব্যবস্থাপক মরহুম আবু জাফরের দ্বিতীয় পুত্র। তিনি দুই ছেলেমেয়ে, স্ত্রী, মা, ভাই, বোন, ভাবি সহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে যান।
মরহুমের জানাজা শুক্রবার (১৩ আগস্ট) বাদ জুমা রাউজানের লেলাংগারার পারিবারিক গোরস্থান এলাকায় অনুষ্ঠিত হবে।
Discussion about this post