আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইর পুলিশ ইমার্জেন্সি কল রিসিভ করার সঙ্গে সঙ্গেই মাত্র ২.৩৩ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে যায়। তাই পুলিশের প্রতি আস্থাও অনেক বেশি মানুষের।
যার প্রমাণ গত তিন মাসে ৯৯৯ হটলাইনে ১৭ লাখেরও বেশি ফোন এসেছে। দুবাইয়ের চৌকস পুলিশ চিত্র এটি। এজন্য পৃথিবীর সেরাদের কাতারে রয়েছে দুবাই’র পুলিশ বিভাগ।
অত্যন্ত জরুরি যেকোনো পরিস্থিতিতে ঘটনাস্থলে ২ মিনিট ৩৩ সেকেন্ডের মধ্যে পৌঁছানো সত্যিই বিরল ঘটনা। ইর্মাজেন্সি স্পটে পৌঁছানো যেখানে তাদের টার্গেট থাকে ৬ মিনিট, সেখানে তারা পৌঁছে যান মাত্র তিন মিনিটের আগেই। গত তিন মাসে ইমার্জেন্সি কল নম্বর ৯৯৯-এ দুবাই পুলিশ ১১ লক্ষ ৭০ হাজার কল পেয়েছে যার ৯৯.৬ শতাংশ উত্তর ১০ সেকেন্ডের মধ্যে তারা দিয়েছেন।
আবুধাবি পুলিশ শুধুমাত্র ঈদুল আযহার ছুটিতে ৩৮ হাজার কল রিসিভ করে এবং খুব কম সময়ে ঘটনাস্থলে পৌঁছে ।
Discussion about this post