সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ মঙ্গলবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে।
আমিরাতের সাতটি প্রদেশ সহ প্রধান শহর গুলোতে সকাল ৫.৫৬ মিনিট থেকে ৬.২ মিনিটের মধ্যে ঈদগাহ ও মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। আমিরাতের স্থানীয় নাগরিকরা সহ আমিরাতে বসবাসরত বিভিন্ন দেশের প্রবাসীরা ঈদের নামাজ আদায় করে।

করোনার স্বাস্থ্যবিধি মেনে আজমানে কেবল মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।বাকি সব প্রদেশে মসজিদ ও ঈদগাহে নামাজ আদায় করেন মুসল্লিরা। বরবারের মতো এবারও প্রত্যেক মুসল্লিকে ঘর থেকে ওজু করে আসতে হয়। এছাড়াও মুসল্লিদের মুখে মাস্ক এবং নামাজের জন্য নিজ নিজ জায়নামাজ সঙ্গে নিয়ে আসতে হয়। নামাজ শেষে কোলাকুলি না করার সরকারী নির্দেশ রয়েছিল।
নামাজ শুরুর ১৫ মিনিট আগে মসজিদ ও ঈদগাহগুলো খুলে দেয়া হয় এবং নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বন্ধ হয়ে যায়। নামাজ শেষে মুসলিম বিশ্বের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।
উল্লেখ্য, আমিরাতে ঈদ উপলক্ষে (১৯-২২ জুলাই) চার দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। চার দিন ছাড়াও সাপ্তাহিক ছুটি শুক্রবার শনিবার সহ অনেকে ৬ দিন ছুটি পাচ্ছেন ।


























