চাঁদপুরে প্রায় ৪০ গ্রামে মঙ্গলবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। বিগত প্রায় নয় দশক ধরে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে জেলার হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, শাহরাস্তি ও মতলব উত্তরের এসব গ্রামের একাংশ ঈদ উদযাপন করছেন।
জানা গেছে, ১৯২৮ সাল থেকে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার সাদ্রা গ্রামের মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.) চন্দ্র মাস ও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে এ এলাকায় রোজা ও দুটি ঈদ উদযাপন প্রচলন করেন। তার সেই ধারা অনুযায়ী অনুসারীরা এখনও তা পালন করে আসছেন।
Discussion about this post