করোনাভাইরাসের সংক্রমণ রোধে আগামী ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট (বৃহস্পতিবার) দিবাগত রাত ১২টা পর্যন্ত নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এই বিধিনিষেধে যাতায়াত করতে পারবেন বিদেশগামী যাত্রীরা।
মঙ্গলবার (১৩ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, বিধিনিষেধে আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকবে। এ সময় বিদেশগামী যাত্রীরা তাদের আন্তর্জাতিক ভ্রমণের টিকিট/প্রমাণক প্রদর্শন করে গাড়ি ব্যবহারপূর্বক যাতায়াত করতে পারবেন।
এছাড়া টিকা কার্ড প্রদর্শন সাপেক্ষে টিকা নেওয়ার জন্য যাতায়াত করা যাবে বলেও এতে জানানো হয়।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, বন্দরগুলো (বিমান, সমুদ্র, নৌ ও স্থল) এবং তৎসংশ্লিষ্ট অফিস এই নিষেধাজ্ঞার আওতাবহির্ভূত থাকবে।
এদিকে নতুন এই বিধিনিষেধে মোট ১৪ দিন সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। আগের বিধিনিষেধে পোশাক খাতের কারখানাগুলো খোলা রাখা হলেও এবার শিল্প-কলকারখানা বন্ধ থাকবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।
Discussion about this post