ইশতিয়াক আসিফ, স্টাফ রিপোর্টার: সংযুক্ত আরব আমিরাত সবসময় অবস্থানরত বাসিন্দা এবং জনগনের সুরক্ষার কথা মাথায় রেখে নিত্তনৈমিত্তিক পদক্ষেপ নিয়ে থাকে। তারই ধারাবাহিকতাই দুবাইতে ডেলিভারি বাইক চালকদের জন্য বিশেষ প্রশিক্ষণ কোর্স চালু করা হয়েছে।
রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি তথা (আরটিএ) সোমবার জানিয়েছে যে তারা এ বিষয়ে প্রশিক্ষকদের যোগ্যতা অর্জনের জন্য অনুমোদিত ড্রাইভিং ইনস্টিটিউটগুলির সাথে সমন্বয় করছে।
এ কোর্স গ্রহণের মাধ্যমে বাইক রাইডাররা নিজস্ব সুরক্ষা, দায়বদ্ধতা সম্পর্কে অবগত হবে। এছাড়াও এতে করে বাইক রাইডাররা আমিরাতের আইন, দায়িত্ব, ট্র্যাফিক নিয়ম, ট্র্যাফিক সমস্যার কারণ, ড্রাইভিংয়ের বিভিন্ন পরিস্থিতিতে কীভাবে মোকাবেলা করতে হয় ইত্যাদি সম্পর্কে অবগত হবে। কোর্স শেষ হলে ড্রাইভারদের জ্ঞান পরিক্ষার মাধ্যমেও পরবর্তীতে যাচাই করা হবে।
Discussion about this post