সংযুক্ত আরব আমিরাত বিশ্বের সর্বাধিক ভ্যাকসিন গ্রহনকারী দেশ। ‘ব্লুমবার্গের ভ্যাকসিন ট্র্যাকার’ তথ্য অনুযায়ী আমিরাতের জনসংখ্যার ৭২.২ শতাংশ বাসিন্দা করোনভাইরাস এর ভ্যাকসিনের দুটি ডোজ সম্পন্ন করেছে।
ব্লুমবার ভ্যাকসিন ট্র্যাকার হল বিশ্বজুড়ে ভ্যাকসিনগুলির মধ্যে সর্বাধিক আধুনিক। ১৫.৫ মিলিয়ন ডোজ পরিচালনা করার কারণে বিশ্বব্যাপী সর্বাধিক ভ্যাকসিনযুক্ত দেশ হয়ে উঠেছে, সংযুক্ত আরব আমিরাত। করোনার সংক্রমন ঠেকাতে আমিরাতে চারটি ভ্যাকসিনের অনুমোদন হয়েছিল।
ভ্যাকসিন গুলো হলো সিনোফার্ম, ফাইজার-বায়োনেটেক, স্পুতনিক ভি এবং অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা। গতকাল রবিবার “স্বাস্থ্য ও প্রতিরোধ মন্ত্রণালয়” তথা (মোহাপ) ঘোষনা করে কোভিড -১৯ ভ্যাকসিনের জরুরি নিবন্ধকরণের জন্যে।
Discussion about this post