মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসা ব্রাহমা জাতের ১৮টি গরু জব্দ করেছে ঢাকা কাস্টম হাউস।
গরুগুলো সোমবার দুপুরে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে।
ঢাকা কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মোহাম্মদ আবদুস সাদেক জানান, বাংলাদেশে ব্রাহমা জাতের গরু আমদানির অনুমতি না থাকা এবং গরুর আমদানিকারককে না পাওয়ায় এগুলো জব্দ করা হয়েছে।
ধারণা করা হচ্ছে, গরুগুলোর প্রতিটির মূল্য ১২-১৫ লাখ টাকারও বেশি।
ঢাকা কাস্টমস হাউজ জানায়, ১৩ মাস থেকে ৬০ মাস বয়সী এই গরুগুলোর আমদানিকারক হিসেবে মোহামম্দপুরের সাদেক অ্যাগ্রোর নাম লেখা রয়েছে।
তবে বিমানবন্দরে গরুগুলো কেউ নিতে আসেননি।
গরুগুলোর কোনো দাবিদার না পাওয়া গেলে নিলামে বিক্রি করা হবে বলে জানা গেছে।
Discussion about this post