‘এক্সিলেন্স ইন রিটেইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস অ্যাওয়ার্ডস-২০২১’ ক্যাটাগরিতে ‘বেস্ট রিটেইল ব্যাংক ইন বাংলাদেশ’ অ্যাওয়ার্ড অর্জন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। দ্য এশিয়ান ব্যাংকার এই পুরস্কার দিয়েছে।
সম্প্রতি দ্য এশিয়ান ব্যাংকার আয়োজিত ওয়েবিনারের মাধ্যমে এই পুরস্কার দেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় ইসলামী ব্যাংক।
ব্যাংকের চেয়ারম্যান নাজমুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা ওয়েবিনারে অংশ নেন।
৪২টি দেশের ৩০০টিরও বেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের রিটেইল ব্যাংকিং কার্যক্রম পর্যালোচনার মাধ্যমে সিঙ্গাপুরভিত্তিক ‘দ্য এশিয়ান ব্যাংকার’ ইসলামী ব্যাংক বাংলাদেশকে এই পুরস্কার দিয়েছে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।
Discussion about this post