একদিনে ফের শনাক্ত ৬ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৮১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ১৩ হাজার ৮৬৮ জনে। নতুন শনাক্ত হয়েছেন ৬ হাজার ৫৮ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ৮ লাখ ৭২ হাজার ৯৩৫ জন। ২৪ ঘণ্টায় ৩ হাজার ২৩০ জন এবং এখন পর্যন্ত ৭ লাখ ৯৪ হাজার ৭৮৩ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, ৫৫৪টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৩০ হাজার ৯৯৪টি নমুনা সংগ্রহ এবং ৩০ হাজার ৩৯১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
এখন পর্যন্ত ৬৪ লাখ ৩৫ হাজার ৪৬৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৯ দশমিক ৯৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক শূন্য ৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ।
Discussion about this post