করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সংযুক্ত আরব আমিরাতে ফ্লাইট বন্ধ থাকায় দেশে আটকা পড়েছেন অসংখ্য প্রবাসী। ২৩ জুন থেকে সংযুক্ত আরব আমিরাত বন্ধ থাকা কয়েকটি দেশের মধ্যে দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া ও ভারতের সাথে পুনরায় ফ্লাইট চালু করতে যাচ্ছে। দেশগুলো থেকে দুই ডোজ টিকা গ্রহণকারী যাত্রীরাই কেবল সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করতে পারবে। বাংলাদেশের সঙ্গে ফ্লাইট পরিচালনা সংক্রান্ত কোনো খবর এখনও পাওয়া যায়নি।
আমিরাত প্রবাসী শিবলী সাদিক বলেন, দেশে টিকার স্বল্পতা রয়েছে। অনেক প্রবাসীও আটকে আছেন। কিন্তু টিকা পাবেন কোথায়, এটিই বড় প্রশ্ন।
চট্টগ্রাম জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ জহিরুল আলম মজুমদার জানান, আটকে পড়া প্রবাসীদের দ্রুত টিকা প্রদানের জন্য কুয়েত ও সৌদি আরব থেকে ইতিমধ্যে মন্ত্রণালয়ে লিখিত এসেছে। সংযুক্ত আরব আমিরাত ও অন্যান্য দেশগুলোর দূতাবাস এখনও সরাসরি বিষয়টি জানায়নি।
তিনি আরও বলেন, চট্টগ্রামের জন্য সিনোফার্মের ১ লাখ টিকা এসেছে। অগ্রাধিকার ভিত্তিতে এগুলো প্রবাসীদের দিতে আমরা আবেদন করেছি। ঢাকায় ফাইজার টিকা এসেছে ১ লাখ। সেখান থেকেও ৫০ হাজার টিকা প্রবাসীদের দেওয়ার জন্য আমাদের অনুরোধ থাকবে। ভিসার মেয়াদ বিবেচনায় আটকে পড়া প্রবাসীরা যেন এই টিকা গ্রহণে অগ্রাধিকার পান সেজন্য আমরা লিখিত আবেদন করবো। তবে বিষয়টি সরকারের নির্দেশনা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
Discussion about this post