বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ (২৩ জুন) দলটির তথ্য ও গবেষণা উপকমিটির উদ্যোগে ‘শেখ হাসিনার নেতৃত্বের চার দশক : সংগ্রামী নেতা থেকে কালজয়ী রাষ্ট্রনায়ক’ শীর্ষক তথ্যচিত্র নির্ভর স্মারকগ্রন্থ প্রকাশিত হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে গণভবন থেকে ভার্চুয়ালি গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বঙ্গবন্ধু এভিনিউ প্রান্তে অনলাইনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
স্মারকগ্রন্থটি সম্পাদনা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড۔ সেলিম মাহমুদ। প্রিন্টিংসহ কারিগরি সহযোগিতা করেছেন জয়ীতা প্রকাশনী ও ইয়াসিন কবির জয়।
শেখ হাসিনার নেতৃত্বের চার দশক নিয়ে প্রকাশিত এ গ্রন্থে তার সংগ্রামী জীবনের ইতিহাস ও সফল রাষ্ট্রনায়কে পরিণত হওয়ার চিত্র রয়েছে।
Discussion about this post