মরণপণ ম্যাচ। ক্ষণে ক্ষণে পাল্টাল চিত্র। ক্রিশ্চিয়ানো রোনালদো করলেন জোড়া গোল। তাতে ফ্রান্সের সাথে ড্র করে ইউরোর নক আউট পর্বে পর্তুগাল। দুই গোল করে ইতিহাস গড়লেন সি আর সেভেন।
ফ্রান্সের বিপক্ষে তার দ্বিতীয় গোলে হলো সবচেয়ে কাঙ্ক্ষিত রেকর্ডটি। আন্তর্জাতিক ফুটবলে ইরানের আলি দাইয়ের ১০৯ গোলের বিশ্ব রেকর্ড স্পর্শ করলেন পর্তুগাল অধিনায়ক।
পর্তুগাল তখন ২-১ গোলে পিছিয়ে। অন্য ম্যাচের ফলের হিসেবে এই অবস্থায় খেলা শেষ হলে বিদায় নিতে হবে তাদের। এমন সময় ৬০ মিনিটে ফ্রান্সের ডি-বক্সে তাদের ডিফেন্ডার জুল কুন্দের হাতে বল লাগলে পেনাল্টি পায় গতবারের চ্যাম্পিয়নরা। কোনো ভুল করেননি রোনালদো। দলকে সমতায় ফেরানোর পাশাপাশি রেকর্ডটি স্পর্শ করেন তিনি।
ম্যাচের শুরুতে দলকে এগিয়ে নেওয়া গোলেও আরেকটি নতুন ইতিহাস লেখেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ মিলিয়ে ২০ গোল করেন তিনি। এখন ওই সংখ্যাটি ২১। ইউরোর ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ডও তার দখলে; এখানে তার মোট গোল হয়েছে ১৪টি।
Discussion about this post