অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আন্তর্জাতিক রুটসমূহ সম্প্রসারণ ও পুনপ্রবর্তনের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। বিশ্বমানের বিমান পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে।
গত ১২ বছরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানবহরে বিদ্যমান পুরাতন উড়োজাহাজ সরিয়ে ফেলাসহ বহর সম্প্রসারণে ব্যাপক কার্যক্রম গ্রহণ করেছে। ইতোমধ্যে চারটি নতুন ৭৭৭-৩০০ইআর, দুটি নতুন ৭৩৭-৮০০ এবং চারটি নতুন ৭৮৭-৮ (ড্রিমলাইনার) উড়োজাহাজ বাংলাদেশ বিমানের বহরে যুক্ত হয়েছে।
এছাড়া, জি-টু-জি ভিত্তিতে তিনটি ড্যাশ- ৮ উড়োজাহাজ বাংলাদেশ বিমানের বহরে যুক্ত হয়েছে।গতকাল বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরসমূহের সক্ষমতা বৃদ্ধির জন্য সরকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে।
Discussion about this post