ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার দুপুরে নগর ভবনের মেয়র দফতরে এই সাক্ষাত অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে পারস্পরিক সহযোগিতার অংশ হিসেবে দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় একটি আধুনিক চিকিৎসালয় (হাসপাতাল) প্রতিষ্ঠার আগ্রহ ব্যক্ত করলে ডিএসসিসি মেয়র শেখ তাপস রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে করপোরেশনের নব-সংযুক্ত এলাকায় বিশেষত কামরাঙ্গীরচরে চিকিৎসালয় প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় জমি বরাদ্দ দেয়ার আশ্বাস প্রদান করেন।
সাক্ষাতে তুরস্কের রাষ্ট্রদূত ডিএসসিসি মেয়র শেখ তাপসকে বলেন, ‘বর্তমানে বাংলাদেশ-তুরস্ক বাণিজ্যের পরিমাণ এক বিলিয়ন ডলার এবং আগামী বছরে তা দুই বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যে দুই দেশই কাজ করছে। এরই ধারাবাহিকতায় দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় তুরস্ক বিনিয়োগ করতে আগ্রহী।’
Discussion about this post