বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় এবারও বিদেশি হজযাত্রীদের প্রবেশ নিষিদ্ধের দিকে এগোচ্ছে সৌদি সরকার। ২০২০ সালের মতো এ বছরও শুধু স্থানীয়রা সীমিত আকারে পবিত্র হজ পালন করতে পারবেন।
সৌদি সরকারের এ সিদ্ধান্ত নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। হজযাত্রী না আসায় এই খাতের সঙ্গে সংশ্লিষ্ট প্রবাসী ব্যবসায়ীরা এবারও ক্ষতির মুখে পড়বেন। তাই তারা রয়েছেন দুশ্চিন্তায়।
মক্কার হোটেল ব্যবসায়ী প্রবাসীরা জানান, হজ যাত্রী না যাওয়ায় অনেকের ব্যবসার সুযোগ আবারও কমে যাবে। তবে দুই ডোজ টিকা গ্রহণ করে, আগের বছরের তুলনায় বেশি সংখ্যক বাংলাদেশি এবার পবিত্র হজ পালন করতে পারবেন বলে আশা প্রকাশ করছেন প্রবাসীরা।
প্রবাসি বাঙালিরা বলেন, সৌদি সরকারের কাছে আকুল আবেদন, যদি এ বছর বিশ্বের মুসলিমদের হজ পালনে সুযোগ করে দেওয়া হয়, তাহলে মক্কার হোটেল ব্যবসায়ীরা অনেক উপকৃত হবে।
রিয়াদের বাঙালি এক ট্রাভেল এজেন্সির মালিক বলেন, করোনার কারণে মক্কা ও মদিনার অধিকাংশ হোটেল ব্যবসায়ী ক্ষতির সম্মুখীন হয়েছেন। তাই এবার হজ উপলক্ষে যদি সৌদি ও বাংলাদেশ সরকার কিছু না করে তাহলে আরও ক্ষতিগ্রস্ত হবেন তারা।
আবার অনেক প্রবাসী মনে করছেন, গতবার খুব কম সংখ্যক প্রবাসি বাংলাদেশি হজ পালনের সুযোগ পান। এবার টিকার দুই ডোজ নেওয়া হলে, তাদের সংখ্যা বাড়বে।
Discussion about this post