ভ্রমণকালে ফ্লাইট অ্যাটেন্ডেন্টের কথামতো মাস্ক পরতে না চাওয়ায় এক যাত্রীকে ২০ হাজার মার্কিন ডলার ও আরেক যাত্রীকে ১২ হাজার মার্কিন ডলার জরিমানা করেছে ইউএস ফেডারেল অ্যাভিয়েশন প্রশাসন।
বাংলাদেশ মুদ্রার এই জরিমানার পরিমাণ ২৭ লাখ ২০ হাজার টাকা।
অভিযোগ প্রমাণিত হওয়ায় বুধবার এই জরিমানা করা হয়েছে বলে জানিয়েছে অস্ট্রেলিয়াভিত্তিক সংবাদমাধ্যম এয়ারলাইন্স রেটিং।
এয়ারলাইন্স রেটিং অ্যাভিয়েশন খাতের হালনাগাদ নানা তথ্য পরিবেশন করে থাকে।
করোনাকালে বিমান যাত্রায় কোনো যাত্রী যেন ন্যূনতম প্রতিবন্ধকতা তৈরি করতে না পারে তা নিশ্চিত করতেই জিরো টলারেন্স নীতি অনুসরণ করে এই জরিমানার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। অবশ্য আগেই সতর্ক করা হয়েছে আকাশ পথে ভ্রমণকালে বিমান পরিচারকদের নির্দেশনা অমান্য করা মানে মার্কিন আইন অমান্য করা।
Discussion about this post