রাষ্ট্রীয় বিমানসংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নতুন ৭টি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট চালু করবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।
তিনি বলেন, টরেন্টো, নিউইয়র্ক, টোকিও, গুয়াংজু, মালে, কলম্বো ও চেন্নাইয়ে যাত্রীবাহী ফ্লাইট চালু প্রক্রিয়াধীন রয়েছে।
এসব গন্তব্যে ফ্লাইট চালু হলে বিমানের আয়ও বাড়বে।
রোববার (১৪ মার্চ) বেলা ১১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে বিমানের ‘আকাশতরী’ ও ‘শ্বেতবলাকা’র উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান তিনি।
মো. মাহবুব আলী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিমান নিয়ে অনেক স্বপ্ন।
বিমানের জন্য অনেক কিছু করেছেন তিনি।
তার নেতৃত্বে বিমান এগিয়ে চলছে। প্রধানমন্ত্রী বিমানকে ১২টি নতুন উড়োজাহাজ কিনে দিয়েছেন। এখন নতুন রুট বাড়াতে হবে।
অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বিমানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৭৪ আসন বিশিষ্ট প্লেন দুটি বাংলাদেশ ও কানাডা সরকারের মধ্যে জিটুজি ভিত্তিতে ক্রয় করা তিনটি উড়োজাহাজের মধ্যে দ্বিতীয় ও তৃতীয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই এই উড়োজাহাজ দুটির নাম রাখেন ‘‘আকাশতরী’’ ও “শ্বেতবলাকা”।
Discussion about this post