অনলাইন (২২ ঘন্টা আগে) মার্চ ১৫, ২০২১, সোমবার, ৭:৫৩ অপরাহ্ন | সর্বশেষ আপডেট: ৭:৫৩ অপরাহ্ন
১৪৪২ হিজরি সালের পবিত্র লাইলাতুল বরাতের (শবে বরাত) তারিখ জানিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি। আগামী ২৯ মার্চ বাংলাদেশে পবিত্র শবে বরাত পালিত হবে। রোববার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ তথ্য জানানো হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
সভা শেষে জানানো হয়, রোববার সন্ধ্যায় দেশের আকাশে কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। এজন্য সোমবার রজব মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। আগামীকাল মঙ্গলবার থেকে শাবান মাস গণনা শুরু হবে। সেই হিসেবে আগামী ২৯শে মার্চ সোমবার দিবাগত রাতে পবিত্র শবেবরাত পালিত হবে।
Discussion about this post