মুহাম্মদ মোরশেদ আলম: আরব আমিরাত বাংলাদেশ দূতাবাস আবুধাবির উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। শনিবার দূতাবাস মিলনায়তনে মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমিরাতে সফররত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি। সকালে শুরুতে দূতাবাস প্রাঙ্গনে অস্থায়ী শহীদ বেদীতে পুষ্পমাল্য দিয়ে শহীদদের শ্রদ্ধা জানান অতিথিরা।
রাষ্ট্রদূত মুহাম্মদ আবু জাফরের সভাপতিত্বে ও দূতাবাসের কাউন্সিলার লুৎফুর নাহার নাজিমের সঞ্চালনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশ থেকে প্রেরিত রাষ্ট্রপতি, প্রধান মন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রীর বাণী পাঠ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নৌ বাহিনীর প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল। এ সময় নৌ বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল ওয়াকার-উজ-জামান, আরব আমিরাত বাংলাদেশ সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসাইন, আবুধাবী বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইফতেখার হোসাইন বাবুল সহ সরকারি বিভিন্ন দপ্তরের ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
Discussion about this post