সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের পৃষ্ঠপোষকতা ও উপস্থিতিতে ৯০০টিরও বেশি সংস্থা ও ৫ টি নতুন দেশের অংশগ্রহণে শুরু হয় আবুধাবি জাতীয় প্রদর্শনী ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সিবিশন (আইডেক্স-২০২১) ও নেভি ডিফেন্সে এক্সিবিশন (ন্যাভডেক্স-২০২১) এর ১৫তম পর্বের কার্যক্রম। চলবে ২৫ ফেব্রুয়ারি অবধি।
এ বছরের এই দুটি প্রদর্শনীর কাকতালীয়ভাবে দেশটির স্বর্ণজয়ন্তীর সঙ্গে মিলে যায়। উন্নয়ন ও সাফল্যের অর্ধ শতাব্দীতে পৌঁছে দেশটি।
আইডেক্স এবং ন্যাভডেক্স প্রতিরক্ষা শিল্প খাতে সর্বশেষ উন্নত ও উদ্ভাবনী প্রযুক্তি ও সরঞ্জাম প্রদর্শন করা হয়। বৈশ্বিক শান্তি অর্জনে প্রযুক্তি ও উদ্ভাবনী সরঞ্জামের ব্যবহার এবং বৈশ্বিক প্রতিরক্ষা ও সুরক্ষা খাতগুলোর সর্বশেষ উন্নয়ন দেখার একটি অনন্য সুযোগ হলো এই প্রদর্শনী।
আল বায়ান, আল ইত্তেহাদ ও আল খালিজ অবলম্বনে মুহাম্মাদ শোয়াইব
Discussion about this post