বিদেশী কর্মীদের কোভিড-১৯ টেস্ট বাধ্যতামূলক করেছে মালয়েশিয়া সরকার। তাদের কোভিড টেস্ট করতে কড়া নির্দেশনা জারি হয়েছে। শুক্রবার সংবাদ সম্মেলনে ১ ডিসেম্বর থেকে পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন দেশটির সিনিয়র সুরক্ষামন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকোব।
তিনি আরো বলেন, নিয়োগকর্তাদের অবশ্যই পরীক্ষার জন্য বেসরকারি স্বাস্থ্যসুবিধাসহ স্বাস্থ্য মন্ত্রণালয় নির্ধারিত অপারেটিং পদ্ধতি (এসওপি) মেনে চলতে হবে। ক্লিনিক এবং হাসপাতালে পরিষেবার ব্যয় নিয়োগকর্তাদের বহন করতে হবে। এ বিষয়ে মানবসম্পদ মন্ত্রণালয় শিগগিরই আরো বিশদ ঘোষণা দেবে বলে জানিয়েছেন তিনি।
এছাড়া সরকারের পাশাপাশি ‘বেশ কয়েকটি সংস্থা বিদেশী শ্রমিকদের আবাসন ব্যবস্থা পরীক্ষা করেছে।’ ওয়ার্কার্স হাউজিং অ্যান্ড আবাসন মিনিমাম স্ট্যান্ডার্ড অ্যাক্ট ১৯৯০ মানদণ্ড নির্ধারণ করেছে, যা মানার জন্য বিভিন্ন ব্যবস্থাও গ্রহণ করেছে সরকার।
Discussion about this post