পুলিশের মুসলিম নারী সদস্যের ইউনিফর্ম হিসেবে হিজাব পরিধানের অনুমোদন দিয়েছে নিউজিল্যান্ডের পুলিশ বিভাগ।
নিউজিল্যান্ডের পুলিশ বিভাগ জানায়, কনস্টেবল হিসেবে সদ্য নিয়োগপ্রাপ্ত জিনা আলি প্রথম মুসলিম নারী অফিসার, যিনি ইউনিফর্ম হিসেবে হিজাব পরিধান করেছেন।
পুলিশের একজন মুখপাত্র বলেন, পুলিশ বিভাগ দেশের সব জনগোষ্ঠীর সমন্বয়ে বহুমাত্রিক সেবা নিশ্চিত করতে চায়।
এর আগে ২০০৬ সালে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ ও ২০১৬ সালে স্কটল্যান্ড পুলিশ বিভাগ হিজাবকে ইউনিফর্ম হিসেবে ব্যবহারের অনুমোদন দেয়।
Discussion about this post