দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ২৫৪ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ২২১২ জন। মোট শনাক্ত ৪ লাখ ৩৬ হাজার ৬৮৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৪৯ জন এবং এখন পর্যন্ত ৩ লাখ ৫২হাজার ৮৯৫ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরো জানানো হয়, ১১৭টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৬০২টি নমুনা সংগ্রহ এবং ১৫ হাজার ৯৯০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ২৫ লাখ ৭২ হাজার ৯৫২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
Discussion about this post