সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ অবৈধ অভিবাসীদের জন্য স্বল্পমেয়াদী সাধারণ ক্ষমার সময় চলতি বছরের শেষ অবধি বাড়িয়ে দিয়েছেন,যা ১৪ মে হতে শুরু হয়ে আজ ১৭ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল।
ফেডারাল অথরিটি ফর আইডেন্টিটি অ্যান্ড সিটিজেনশিপ (আইসিএ) জানিয়েছে যে, অবৈধ অভিবাসীদের যাদের ভিসার মেয়াদ ১ মার্চের পূর্বে শেষ হয়ে গেছে, তারা চলতি বছরের শেষ অবধি কোনো প্রকার জেল জরিমানা ছাড়া আমিরাত ত্যাগ করতে পারবে।
আইসিএ এর ফরেন এফেয়ার্স ও বন্দর বিষয়ক মহাপরিচালক মেজর-জেনারেল সাইদ রাকন আল রশিদী বলেন, ৩১শে ডিসেম্বরের মধ্যে যারা আমিরাত ত্যাগ করবে তাদের এমিরাটস আইডি এবং ওয়ার্ক পারমিটের উপর আরোপিত সকল প্রকার নিষেধাজ্ঞ ও জরিমানা প্রত্যাহার করা হবে।
অবৈধ অভিবাসীদের তাদের অবস্থান বৈধ করার জন্য আরও একটি সুযোগ দেওয়ায় মেজর জেনারেল আল রশিদী আমিরাতের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
Discussion about this post