আবারও করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে বিশ্বজুড়ে। রোববার সকালে এই সংখ্যা পৃথিবীতে ৫ কোটি ছাড়িয়ে গেছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুযায়ী, নতুন এই রোগে এখন পর্যন্ত ৫ কোটি ২ লাখ ৫৫ হাজার ৯৫ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।
সুস্থ হয়েছেন ৩ কোটি ৫৫ লাখ ৪৬ হাজার ৫১১ জন। মারা গেছেন ১২ লাখ ৫৬ হাজার ১২৩ জন।
সবচেয়ে বেশি আক্রান্ত যুক্তরাষ্ট্রে, ১ কোটি ১ লাখ ৮২ হাজার ৮১৮ জন। সুস্থ ৬৪ লাখ ৪১ হাজার ৭৪৪ জন। মারা গেছেন ২ লাখ ৪৩ হাজার ২৫৭ জন।
যুক্তরাষ্ট্র বাদে ১০ লাখের উপরে আক্রান্ত হয়েছে আর ৮টি দেশে: ভারত, ব্রাজিল, রাশিয়া, ফ্রান্স, স্পেন, আর্জেন্টিনা, কলম্বিয়া এবং ব্রিটেন।
ভারতে ৮৫ লাখ ৭ হাজার ২০৩ জন শনাক্ত হওয়ার পাশাপাশি মারা গেছেন ১ লাখ ২৬ হাজার ১৬২ জন।
লাতিন আমেরিকার সবচেয়ে বড় দেশ ব্রাজিলের অবস্থা এখনো সেই আগের মতো। দেশটিতে এখন পর্যন্ত ১ লাখ ৬২ হাজার ২৮৬ জন মারা গেছেন। মোট আক্রান্ত ৫৬ লাখ ৫৩ হাজার ৫৬১ জন।
Discussion about this post