হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌনে তিন কেজি স্বর্ণ ও ৯২টি মোবাইল ফোনসহ ৫ যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। শনিবার বিমানবন্দরে অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা স্বর্ণ ও মোবাইলসহ তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন, ভোর পাঁচটায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই থেকে শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন মো. আমির হোসেন, মাহাবুব রহমান, আব্দুর রহমান সরকার, মো. জাকির হোসেন ও আব্দুর রহমান।
গ্রিন চ্যানেল পেরিয়ে যাওয়ার সময় সন্দেহ হওয়ায় এপিবিএন সদস্যরা তাদের জিজ্ঞাসাবাদ করেন।
পরে তল্লাশির এক পর্যায়ে তাদের কাছ থেকে দুই কেজি ৬৭৫ গ্রাম স্বর্ণালঙ্কার, স্বর্ণ বার এবং ৯২টি মোবাইল ফোন জব্দ করা হয়। যার মূল্য প্রায় ২ কোটি টাকা।
এভিয়েশন নিউজ
Discussion about this post