সোমালি বংশোদ্ভূত মুসলিম ইলহাম ওমর (৩৮) যুক্তরাষ্ট্রে প্রতিনিধি পরিষদে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন। তিনি মিনেসোটার মিনিয়াপোলিসে ৫ম কংগ্রেশনাল ডিস্ট্রিক্টে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে তিনি আফ্রিকান বংশোদ্ভূত মার্কিন ব্যবসায়ী লেসি জনসনকে পরাজিত করেছেন। ২০১৮ সালে মার্কিন কংগ্রেসে প্রথম যে দু’জন মুসলিম নারী নির্বাচিত হয়ে প্রবেশ করেন তার মধ্যে ইলহান ওমর অন্যতম। তিনি কথিত চার কংগ্রেসওমেনের সমন্বয়ে গঠিত ‘স্কোয়াডের’ সদস্য। এর অন্য সদস্যরা হলেন ডেট্রয়েটের রাশিদা তৈয়ব, নিউ ইয়র্কের আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্তেজ এবং বস্টনের আয়ান্না প্রেসলি। তাদেরকে নতুন প্রজন্মের উদীয়মান নেতা হিসেবে দেখা হয়।


























