৫ দফা দাবিতে ছাত্রদের তুমুল আন্দোলনের মধ্যে প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের অন্যতম ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান চট্টগ্রামের দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসা বন্ধের ঘোষণা দিয়েছে সরকার।
আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সহকারী সচিব সৈয়দ আসগর আলী স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, গত ২৪ আগস্ট কওমী মাদরাসাসমূহের কিতাব বিভাগের কার্যক্রম শুরু ও পরীক্ষা গ্রহণের জন্য কতিপয় শর্তসাপেক্ষে অনুমতি প্রদান করা হয়।
কিন্তু আরোপিত শর্তসমূহ যথাযথভাবে প্রতিপালিত না হওয়ায় চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসাটি পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নির্দেশক্রমে বন্ধ করা হলো।
প্রসঙ্গত, নানা অনিয়মের প্রতিবাদে ৫ দফা দাবিতে গত বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছে হাটহাজারী মাদরাসার শিক্ষার্থীরা। বুধবার রাতেই তাদের দুইটি দাবি মেনে নেওয়া হয়। বাকি দাবিগুলো আগামী শনিবার মাদরাসার শূরা সদ্যদের বৈঠকের মাধ্যমে মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। তবে আজ বৃহস্পতিবার মাদরাসা বন্ধ করে দেওয়ার হবে মর্মে খবরের পেক্ষিতে সকাল থেকে আবারো আন্দোলনে নামে বিক্ষোব্ধ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে মাদরাসার সহকারি মুহতামিম মাওলানা শেখ আহমদ শনিবারের শূরার বৈঠক আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেন। এর মাঝেই সরকারের পক্ষ থেকে ওই মাদরাসা বন্ধের ঘোষণা আসল।
আন্দোলনরত শিক্ষার্থীদের ৫দফা দাবি হলো,
১। অবিলম্বে হাটহাজারী মাদরাসা থেকে মাওলানা আনাসকে বহিষ্কার করতে হবে। বর্তমান নিয়মে এটা কার্যকর করার ক্ষমতা মাদরাসার মজলিসে ইলমীর শিক্ষকগণের রয়েছে। তাই কোন অজুহাত আমরা শুনতে চাই না।
২। মাওলানা আনাস কর্তৃক অবৈধভাবে অব্যহতি দেওয়া তিনজন সম্মানিত শিক্ষককে পুনর্বহাল করতে হবে। এবং মাওলানা আনাস কর্তৃক নিয়োগপ্রাপ্ত সকল অযোগ্য এবং বদ আখলাকের শিক্ষক ও স্টাফকে ছাটাই করতে হবে।
৩। ছাত্রদের ওপর সব ধরনের জুলুম ও হয়রানি বন্ধ করতে হবে।
৪। আল্লামা আহমদ শফি সাহেব মা’যুর হওয়ায় তাঁকে কার্যকরী মুহতামীম থেকে সম্মানজনকভাবে অব্যাহতি দিয়ে একজন মুখলিস, বুযুর্গ ও দক্ষ আলেমকে মুহতামীম নিয়োগ দিতে হবে। যদি তা না পারেন তাহলে মজলিসে শূরার মাধ্যমে মাদরাসা পরিচালনা করতে হবে।
৫। মাওলানা আব্দুল কুদ্দুস,নুরুল আমীন ও আবুল কাসেম ফেনীসহ বিতর্কিত কেউ শূরায় থাকতে পারবে না। সারাদেশের হক্কানী, মুখলিস আলেমগণের সমন্বয়ে শূরা পুনঃগঠন করতে হবে।
দাবিসমূহে আরো উল্লেখ করা হয়, সর্বোপরি হাটহাজারী মাদরাসার ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষে আমাদের আমাদের ন্যায্য ও যৌক্তিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের ক্লাস ও পরীক্ষাসহ একাডেমিক সকল কার্যক্রম বন্ধ থাকবে। এর জন্য জেল-জুলুম সহ জীবনবাজি রেখে আমরা লড়াইয়ের জন্য সর্বাত্মক প্রস্তুত রয়েছি, ইন-শা আল্লাহ।
Discussion about this post